শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের ব্যাটারি তৈরির কারখানার বিরুদ্ধে মারত্মক
পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে
লিখিত অভিযোগ করেও শুধুমাত্র স্থান পরিবর্তন ছাড়া এলাকাবাসী
কোন ফল পায়নি বলেও জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের
হাইটকারচালা এলাকার খোঁজ নিয়ে জানা যায়,হাজী আব্দুল
কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের নামে প্রায় দের বিঘা যজায়গা
বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে মান্নান গংরা উন্মুক্ত দূষণের
কারখানাটি করে। উক্ত কারখানায় সীসা জাতীয় মেটাল গালিয়ে ও
বিভিন্ন রাসায়নিকে ব্যাটারি তৈরি হচ্ছে। কারখানায়
সীসাজনিত ধোঁয়ায় (লেড অক্সাইড’র) এলাকার পরিবেশ মারাত্মক
দূষণ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তোফাজ্জল (৪০) জানান, এখানে কারখানা না
হওয়ার জন্য প্রথমে কয়েকজন বাধাঁ দিলেও শক্তিতে পারেনি। এ
কারখানার ধোঁয়ায় এলাকার মারাত্মক দূষণ হচ্ছে। এলাকার শিশু ও
বৃদ্ধরা শ্বাস কষ্টে ভুগছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি
জানান, এ কারখানাটি প্রথমে চাওবন এলাকায় ছিল। এটির দূষণে
ঔই এলাকায় কয়েকটি গরু মারা গেলে জনসাধারন সম্মিল্ধিসঢ়;ত
হয়ে তা উচ্ছেদ করে দেয়।
পরিবেশবিদদের মতে,এ দূষণে কামলমতি শিশু ও বৃদ্ধরা শ্বাস কষ্টে
ভুঁগতে পারে। পরবর্তীতে ফুসফুসের ক্যান্সারে, চর্মরোগ ও
চোখে ছানিপড়া রোগসহ মারাত্মক রোগে রূপ নিতে পারে।
এসকল কারখানা বন্ধে পরিবেশ অধিদপ্তরের আরো দায়িতশীল ভ’মিকা
পালন করা উচিৎ¡। এব্যাপারে গোসিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড
সদস্য হোসাইন বাবু জানান, ইাতপূর্বে একস্থান থেকে উচ্ছেদ
করা হলে ও প্রভাবশালীদের সহায়তায় স্কুলের জায়গায় অবস্থান করেছে
বলে আামি শুনেছি।
এ সম্পর্কে হাজী আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নাসীর উদ্দিন বলেন, এমন কারখানা পরিবেশের জন্য হুমকি। এখানে
এমন কারখানা হয়েছে বলে আমি শুনেছি। খোলাস্থানে সিসা
গলানো পরিবেশ দূষন ও জনসাধারনের জন্য মারাত্বক ক্ষতি। আমি শুধু
চুক্তি ফাইলে সই করেছি বাকি সব সভাপতি জানে।
এই বিষয়ে কথা বলার জন্য ওই স্কুরে পরিচালনা কমির্টির সভাপতি
খন্দকার মো: ওবায়েত উল্লাহর মোবাইল ফোনের বার বার ফোন করলেও
ফোন রিসিব করেনি।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল
ইসলাম জানান,স্কুলের জমিতে এমন কারখানা বাঞ্চনীয় নয়। ওই
কারখানার ধোঁয়ায় পরিবেশ দূষণের বিষয়টি নলেজে নেই। বিষয়টি
খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।