রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা
ছাত্রলীগ। গত মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী
মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিলুপ্ত করার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগ্রহী পদপ্রত্যাশীদের ২৮ নভেম্বরের মধ্যে জেলা
ছাত্রলীগের সহ-সভাপতি কে এম বাপ্পি কবির, মনোয়ার হোসেন জাবেদ,
কামরুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সুজনের
কাছে জীবন-বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রলীগের দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ১৫ এপ্রিল এক বছরের জন্য
রামগঞ্জ পৌর ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে
সোহেল চৌকিয়াকে সভাপতি, ফরহাদ হোসেন রাজুকে সহসভাপতি,
কামরুল হাসান ফয়সাল মালকে সাধারণ সম্পাদক, শাহ আলম হোসেন
জীবনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রুবেল হোসেনকে সাংগঠনিক
সম্পাদক মনোনীত করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
রাকিব হোসেন লোটাস বলেন, সংগঠনকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ
কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি
ঘোষণা করা হবে।