শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতাল
ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও চিকিৎসকের
চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে আটক
করা হয়।
আটককৃত তামিম হোসেন (১৮) নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলার
পাঁচপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। সে মাওনা চৌরাস্তার
প্রশিকার মোড়ে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চেয়ারম্যান মার্কেটের
দ্বিতীয় তলার তারেক ডাক্তার চেম্বারের চিকিৎসকের সহকারী।
বুধবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেহেনা আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক রেহেনা আক্তার জানান, অভিযানে মাওনা
চৌরাস্তার ইয়াকুব আলী মার্কেটের স্বদেশ হাসপাতালে সেবিকার সনদ
না থাকায় পাঁচ হাজার, বেশী দামে চাউল বিক্রির অভিযোগ ও
প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় হৃদয় এন্টারপ্রাইজকে চার হাজার টাকা,
মাহির রাইচ এজেন্সীকে পাঁচ হাজার টাকা, লিটন রাইচ
এন্টারপ্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও
প্রশিকার মোড়ে বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলার
তারেক ডাক্তার চেম্বারে অভিযান চালিয়ে কোন চিকিৎসককে পাওয়া
যায়নি, এসময় সেখান থেকে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ঔষধ জব্দ করে
চিকিৎসকের চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। পরে চিকিৎসকের
সহকারী তামিমকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহেল রানা,
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল হোসেন
খান, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল
মালেক প্রমুখ।