মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডার আনসার আলীর উপর হামলার ঘটনায় সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক
মোঃ মবশ্বির আলী (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম বিষয়টির
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত সাবেক ছাত্রলীগ নেতা সদর
উপজেলার একাটুনা ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার রাতে মৌলভীবাজার উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীর উপর হামলা চালায়।
পূর্ব শত্রুতার জের ধরে মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
আনসার আলীকে (৭০) কুপিয়ে জখম করেছে সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ
মবশ্বির আলী। মঙ্গলবার রাত ৮টায় শহরের চৌমুহনী পয়েন্টে তাকে কুপিয়ে জখম
করা হয়। পরে স্থানীয়রা আনসার আলীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে
ভর্তি করেন।
আহত আনসার আলীর ছেলে আক্তার মিয়া জানান, রাধিকা স্টল থেকে বের হয়ে
শমসেরনগর রোডের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মবশ্বির আলী নামের এক
ব্যক্তির নির্দেশে কয়েকজন লোক আমার বাবাকে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে