স্পোর্টস ডেস্কঃ
যুব এশিয়া কাপের সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব দল। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তাদের শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ পর্যন্ত ভালো সংগ্রহই গড়েছে। প্রতিপক্ষের সামনে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল।
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরের কিনারারা একাডেমি ওভালে দলীয় ৫১ রানের মথায় ওপেনার নাইম শেখর উইকেট হারিয়ে বসে। তিনি তখন মাত্র ১৪ রান করেছিলেন। এর পর দৃঢ়তা দেখান আরেক ওপেনার পিনাক ঘোষ। ৮২ রানের দারুণ একটি ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথ দেখান। ৯৩ বলে আটটি চার ও এক ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি।
পরে সাইফ হাসান ৬১ ও আফিফ হোসেন ৫১ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন।
জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬.৫ ওভারে ১২৫ রান তুলেছে। তারা উইকেট হারিয়েছে চারটি। বাংলাদেশের পক্ষে কাজী অনিক, আফিফ হোসেন ও শাখাওয়াত হোসেন একটি করে উইকেট নেন।