রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিছু অংশে বন্যা পরি¯ি’তির উন্নতি ঘটলেও সীমান্ত এলাকা গুলোতে অবনতি ঘটেছে। পাহাড়ি ঢলের কারনে সীমান্ত এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাধসহ রাস্তাঘাট ভেঙ্গে পুরো এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডর ডিগ্রিরচর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে তীব্র বেঙ্গে পানি ঢুকছে। ঢলের সঙ্গে পাহাড় বিষাক্ত সাপ নেমে আসায় মানুষের মাঝে এখন সাপ আতংক দেখা দিয়েছে।
আজ শনিবার পাহাড়ি ঢলে সাহেবের আলগা বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে যায়। একই সঙ্গে ছাটকরাইবাড়ি, ধর্মপুর, কাওয়ারচর, নটানপাড়া, ইজলামারী, বারবান্দা, পাটাধোয়া পাড়া, কোমরভাঙ্গি, সয়েদবাদ রাস্তা ভেঙ্গে গেছে। সীমান্ত এলাকার ৩০টি গ্রামের অর্ধলক্ষ মানুষ এখন গৃহবন্দি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমলেও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। বনাভাসি মানুষদের মাঝে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।