মাসুদ হোসেন,চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রামপুর ইউনিয়ন শাখার প্রধান কার্যালয় সোমবার (২০ নভেম্বর) বিকেলে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও পশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, সাধারন সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতী দলের সহ:সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সভাপতি জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ৫নং রামপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. তালিম পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য মো.মিনহাজ পাঠান, মো. কাকন ও পাখিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম শুভ জন্মদিন, ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মরহুম ডা: তোয়াফুর রহমান (শানু) ও মরহুম ফারুক হোসেন পাটওয়ারী’র অকাল মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।