মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল উপজেলার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব
বেভুলকে কুপিয়ে হাতের আঙ্গুল ও ডান গাল কেটে সাড়ে ৫লক্ষ টাকা ছিনতাই করে
পালিয়েছে। সোমবার বিকালে শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় প্রাইভেট
কারযোগে তার বাসায় যাবার কালে রাস্তায় গতিরোধ করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অর্ধেন্দু কুমার দেবের গাড়ি চালক রাজু কৈরী জানান, মোটর সাইকেলে চার
আরোহীর মধ্যে একজন হ্যালমেট লাগানো ছিলো। তবে ছিনতাইকারীদের কাওকে চিনতে
পারেননি তিনি। শ্রীমঙ্গল শাখা রুপালী ব্যাংক থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা
উত্তোলন করে অর্ধেন্দু কুমার দেবকে নিয়ে বাসায় ফিরছিলেন।
এসময় দুইটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তার প্রাইভেট কারের সামনে
দাঁড়িয়ে পথরোধ করেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে প্রাইভেটকারে থাকা
টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে তিনি বাঁধা দিলে
ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ব্যাগ থেকে কিছু টাকা
নিয়ে যায়। আহতাবস্থায় তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর
হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে তাকে দেখতে জাতীয় সংসদ
সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামীলীগের
সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমানসহ, দলীয় নেতাকর্মীরা
যান।
অর্ধেন্দু কুমার দেব জানান, রূপালী ব্যাংক থেকে সাড়ে ৫ লক্ষ টাকা উত্তোলন
করে বাসায় ফিরছিলেন। ২টি মোটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের
মুখে গতিরোধ করে প্রাইভেটকারে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা চালায়।
এসময় তিনি হাত দিয়ে বাঁধা দিলে ছিনতাইকারীরা তার বাম হাতে কোপ দেয়।
এতে বাম হাতের তর্জনি আঙ্গুল কেটে হাড্ডিতে লেগে ঝুঁলে যায় এবং মুখের ডান
গালের কিছু অংশ কেটে যায়। তিনি জানান, ছিনতাইকারীরা কিছু টাকা ফেলে রেখে
বাকী সবটাকা ছিনতাই করে পালিয়ে যায়। আঙ্গুলের অপারশেনের কারণে তিনি
হিসেব নিতে পারেননি।
শ্রীমঙ্গল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন,
ছিনতাইকারীরা বাহিরের। দেড় লক্ষ টাকার মতো ফেলে চলে গেছে।
ছিনতাইকারীদের গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।