ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন হোচট
খায়। তাই আগামী নির্বাচনে খালেদার বিএনপি-জামাত চক্রকে ক্ষমতার বাহিরে রাখলে
আর জঙ্গি উৎপাদন হবে না। আর কোন রাজাকার তৈরি হবে না।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন পাঁচ বছর পর নির্বাচন নিয়ে বির্তকের শেষ করতে
হবে। নির্বাচন ভাল করতে প্রস্তাব থাকবে, আলোচনা হবে কিন্তু সহায়ক সরকারের নামে
খালেদা ভূতের সরকার চালু করতে চায়। আগামী নির্বাচনে বিএনপি-জামাতকে ক্ষমতার
বাহিরে রাখতে হবে। জাসদ দেশের দেশের জন্যই খালেদাকে বর্জন করে শেখ হাসিনার পাশে
থাকে। তিনি বলেন জাতীয় নির্বাচন আসলেই বির্তকের সৃষ্টি হয়। একবার রাজাকার
সরকার, একবার মুক্তিযোদ্ধের সরকার।
জাসদ সভাপতি ইনু আরো বলেন, খালেদা বলেছে শেখ হাসিনাকে মাফ করে দিয়েছে।
এটা বছরের বড় ঠাট্টা। আপনি জাতির কাছে মাফ চান। এসময় তিনি আগামী জাতীয়
সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম
মিন্টুকে ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষনা করে তার জয় নিশ্চিত করতে ভোটাদের প্রতি
আহবান জানান।
গতকাল বুধবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলায় ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা
জাসদ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা জাসদ সভাপতি আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জাসদের
সভাপতি ও ফুলবাড়ীয়া আসনের ১৪ দলের প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা,
জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জেলা জাসদ
সভাপতি এড. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এড. সাদিক হোসেন, কেন্দ্রীয়
কৃষকজোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক
এড. নজরুল ইসলাম চুন্নু, জাসদ নেতা এড. শিব্বির আহমেদ লিটন, শেখ মিজানুর
রহমান তাপস, আলহাজ¦ শামছুল আলম খান, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
এদিকে জনসভা শেষে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু পৌর এলাকার সাংবাদিক আলহাজ¦
শামছুল আলম খানের শাহ-আলমিয়া আল-আমিন এতিমখানা পরিদর্শন করেন।