স্পোর্টস ডেস্কঃ
মাঠে দর্শক নেই, তাই গ্যালারিতেও নেই তেমন শোরগোল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এমনই সময়ে মাঠে গড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের দ্বৈরথ। ফুটবলে ঐতিহ্যে সুবিদিত দুই দলের এই লড়াইয়ে জিতেছে আবাহনী।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। নীল-আকাশি শিবিরের এই জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে নাইজেরীয় স্ট্রাইকার সানডের গোলে এগিয়ে যায় আবাহনী। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই সানডেই, চমৎকার হেডে গোল করে।
এর আগে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। দলটির জয়ে একটি করে গোল করেন উদুকা এলিসন ও জাফর ইকবাল।
ম্যাচের ৩১ মিনিটে ফরোয়ার্ড জাহিদ হোসেনের ফ্রি-কিক থেকে চমৎকার হেডে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার উদুকা।
ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জাফর ইকবাল। এ জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনী।