অনলাইন ডেস্কঃ
ভারতের মুম্বাই শহরে একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। ভবনটিতে আটকা পড়ে আছেন কমপক্ষে ১৭ জন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে মুম্বাইয়ের ভিওয়ান্দির নাবি বস্তিতে এ ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সন্তোষ কদম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজেশ পাওয়ার জানান, ভিওয়ান্দি এলাকায় ওই বাড়িতে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাড়িটি বস্তি এলাকায় হওয়ায় উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবারের দুর্ঘটনায় কমপক্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তবে সরকারিভাবে হতাহতের কোনো খবর জানানো হয়নি।