মোঃ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজারের বিশিষ্ট
ব্যবসায়ী মোঃ খসরু মিয়ার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়
ডাকাতদের হামলায় বাড়ির কেয়ারটেকার নজরুল মিয়া (৫০) কে ডাকাতরা মাথায়
আগাত করে গুরুত্বর আহত করে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে শহরের
শাহবন্দর এলাকার পতন গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত নজরুলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।খসরু মিয়ার
ছেলে ছালেহ আহমদ জানান, ভোরে ৮/১০ সশস্ত্র মুখোশধারী ডাকাত তাদের বাড়ীর
গ্রীলের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে।
দেশীয় অস্ত্র দিয়ে ঘরের ভিতরে সবাইকে হাত পা বেঁধে ১০ ভড়ি সোনা গহনা,
নগদ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন সহ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মালামাল
নিয়ে ডাকাতি করে ডাকাতরা পালিয়ে ।এসময় পাশের ঘরে থাকা কেয়ারটেকার
নজরুল বেরিয়ে আসলে ডাকতরা তার মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।