ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সজল (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি শহরের স্টিমার ঘাট রোড¯’ ভাড়াটিয়া বাসায় তল্লাাশী চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সজলকে গ্রেফতার করা হয়। সে মোবারেক হোসেনর পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ¯’ানীয় সূত্রে জানাগেছে সজল নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে নলছিটি উপজেলা শহরের এক প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে মাদক ব্যবসা ও সেবন করতো। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে ¯’ানীয় একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।