মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার শহরের সকল
স্কুলের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষামেলা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মেলার
আয়োজন করে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার।
মেলা উপলক্ষে গতকাল শুক্রবার স্কুল প্রাঙ্গণে নানা ইভেন্টের আয়োজন করা
হয়। এগুলোর মধ্যে অপেন কুইজ, পঞ্চম শ্রেণির মেধা বৃত্তি, আবৃত্তি, ছবি
আঁকা, ক্বিরাত, আইসিটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের
শিশুরা। মেলার বিশেষ আকর্ষণ ছিলো পাঠ্যবই-এর আলোকে এডুকেয়ার স্কুলের
ছোট্ট সোনামণিদের আয়োজনে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন।
সহ. শিক্ষক শাহিন ইকবালের সঞ্চালনায় সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন আয়োজক
স্কুলের প্রিন্সিপাল ইঞ্জি. জহিরুল ইসলাম জাকির। মেলার বিভিন্ন স্টল ও
প্রজেক্ট প্রদর্শন করেন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষামেলায়
অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণের
তারিখ পরে জানানো হবে বললেন প্রিন্সিপাল ইঞ্জি. জহিরুল ইসলাম জাকির।
উল্লেখ্য, বায়োমেট্রিক এটেনডেন্স, অনলাইন ফলাফল ব্যবস্থাপনা, সার্বক্ষনিক
সিসি ক্যামেরায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় এডুকেয়ার ইন্টারন্যাশনাল
স্কুল ইতোমধ্যে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে।