মোহাম্মদ মোজাম্মেল হক,মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক
ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব
প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন এ আনন্দ শোভাযাত্রার
আয়োজন করে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,
বীরমুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সর্বস্তরের জনগণ, প্রিন্ট
ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও শহরের বিভিন্ন
রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তির মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের
সভাপতিত্বে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের
চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভা মেয়র সাহাদৎ হোসেন সুমন,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরিফ মাহমুদ,মো:খলিলুর রহমান(উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার)উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক ও
বিশ্বাস চন্দ্র দুর্লভ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “ওরা ১১ জন” চলচ্চিত্র
প্রদর্শিত হয়।