তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ
মাসুমের বহিস্কার আদেশ প্রত্যহার করেছেন সিরাজগঞ্জ জেলা
ছাত্রদলের আহবায়ক এস.এম আনোয়ার হোসেন (রাজেশ) ও সিনিয়র
যুগ্ন-আহবায়ক মো.আব্দুল্লাহ আল কায়েস । গত ২৪.১১.১৭ইং
এক লিখিত আদেশ পত্রের মাধ্যমে রাজিব আহম্মেদ মাসুম কে
বহিস্কারে আদেশ প্রত্যহার করে পূর্বের মত সংগঠনের স্বপদে
পূর্নবহাল করে তাকে সংগঠনের সকল কর্মকান্ড চালিয়ে যাবার
নিদের্শ ও প্রদান করেছেন। সেই সাথে লিখিত সেই আদেশ পত্র
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করেছে,সিরাজগঞ্জ ,জেলা
বি.এন.পি,উপজেলা বিএনপি তাড়াশ,সাধারন-সম্পাদক ও
সাংগঠনিক সম্পাদক তাড়াশ উপজেলা ছাত্রদল কে। এ ব্যাপারে
উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ মাসুম বলেন, আমার
ভুলের কারনে দল থেকে বহিস্কার করেছিলেন। তবে গত ২৪.১১.১৭ইং
এক লিখিত আদেশ পত্রের মাধ্যমে সেই আদেশ প্রত্যহার করেছেন।