তালা প্রতিনিধি
তালা উপজেলার কুমিরায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তাদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে তালা উপজেলার কুমিরা বাজারের সন্নিকটে একটি পরিত্যক্ত বাড়িতে কুমিরা গ্রামের মৃত নিজাম উদ্দীনের পুত্র আব্দুল ওহাব (৫৫), একই গ্রামের দিলীপ বসুর পুত্র মাদার বসু (৩১) এবং কেশবপুর থানার বোগতী গ্রামের মৃত আফছার গাজীর কন্যা লিপি বেগম অসামাজিক কাজে লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের কে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে। পরে রবিবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের নিকট হাজির করা হলে আব্দুল ওহাব সরদার ও মাদার বসুকে ১০ দিনের এবং লিপি বেগমকে ৫ দিনের কারাদন্ড প্রদান করে।