শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
দীর্ঘ একুশ মাস পর মঙ্গলবার শ্রীপুর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির
সভা উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মইনুল হক খানের
পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির
সভাপতি স্থানীয় সাংসদ আলহাজ্ব এড. রহমত আলী এম.পি।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত সভায় হাসপাতালের নানা সমস্যা ও অনিয়মের
কারণে চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় সদস্যরা ক্ষোভে ফেটে পরে। এসময়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল,
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি
আবু আক্তার হোসেন খান, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আকবর
আলী চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. জাকির
হোসেন খাঁন, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য আহসান উল্লাহ,
শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় হাসপাতালের ইসিজি মেশিন, আলট্রাসনো মেশিন ও এক্স-রে
মেশিন দীর্ঘদিন যাবত অব্যবহৃত থাকায় ব্যবহার অনুপযোগী হওয়ায়
ক্ষোভ প্রকাশ করে সদস্যরা। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানায়
হাসপাতালে একটি উন্নতমানের অপারেশন থিয়েটার থাকার পরও একজন
এনেস্থেশিয়া ডাক্তারের অভাবে সিজারিয়ান অপারেশন করা সম্ভব
হচেছনা। তাছাড়া বিদ্যুৎ চলে গেলে জেনারেটর এর অভাবে পুরো
হাসপাতাল অন্ধকারে নিমজ্জিত হয়। কিছু ডাক্তার এখানে চাকুরী করলেও
প্রভাব খাটিয়ে ডেপুটেশনে ঢাকায় কাজ করে। ফলে শ্রীপুরের মানুষ
চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়।
এসময় তিনি উপজেলার ৫২টি কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারী ওয়াল
ও নামজারী করণ, হাসপাতাল দালাল মুক্তকরার লক্ষ্যে পুলিশ প্রহরার ব্যবস্থা,
সেমিনার কক্ষে একটি এসি সংযোজনসহ হাসপাতালে একটি উচ্চ
ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ ব্যবস্থা করার দাবী জানায়। সভায় আবু
আক্তার হোসেন খানা বুলু সেমিনার কক্ষে একটি এসি মেশিন, এড.
জাকির হোসেন খান দুঃস্থ রোগীদের সাহাযার্থে গঠিত ফান্ডে ২০
হাজার টাকা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮টি ইউনিয়নে
চেয়ারম্যানদের মাধ্যমে ৮টি এম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সাংসদ এড. রহমত আলী বলেন দীর্ঘদিন পর সভা আহবান করায়
হাসপাতালের সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। তিনি প্রতি মাসে অন্তত
একবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা করার নির্দেশ দেন।
এসময় তিনি ৫০ শয্যা হাসপাতালের জন্য প্রয়োজনীয় ডাক্তার,
কর্মকর্তা কর্মচারী এবং সিজারিয়ান অপারেশনের কাজ সুষ্ঠ ভাবে
করার জন্য এন্থেশিয়া ডাক্তার নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা
বলবেন বলে জানান এবং হাসপাতাল মসজিদে একটি টয়লেট,
হাসপাতালের সোলার প্যানেল ও বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য উপজেলা
পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেন।