অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের প্রথম পর্যটনভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া ট্যুরিস্ট ক্লাবের সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে । গতকাল বিকাল ০৫টায় বগুড়ার বনানী পর্যটন মটেলে সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শহিদুল ইসলাম সাগর’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় সংগঠনের সাম্প্রতি বিভিন্ন মহলের বিভিন্ন অপপ্রচার এবং সাংগঠনিক কিছু সিদ্ধান্ত তুলে ধরেন সাধারন সম্পাদক একেএম ইজহারুল হক জিহাদ । উল্লেখ্য, মাতৃভূমি তথা নিজ দেশ ভ্রমণ করুণ; দেশকে জানুন, পর্যটন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া সহ সারাদেশে পর্যটনের প্রসার-প্রচার, উন্নয়ন ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বগুড়া জেলার নানান সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। উক্ত সভায় অত্র ক্লাবের সাধারন সম্পাদক একেএম ইজহারুল হক জিহাদ বলেন, আমাদের ক্লাবের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শহিদুল ইসলাম সাগর একজন পরিচ্ছন্ন পর্যটনপ্রেমিক। তিনি দেশে-বিদেশে পর্যটনের উপর বিভিন্ন প্রকার সম্মাননা পেয়ে আসছেন এবং পাচ্ছেন। যা প্রতিপক্ষের সজ্জ হচ্ছে না। আমরা আরও পরিষ্কার জানাতে চাই, বগুড়া ট্যুরিস্ট ক্লাব একটি অলাভজনক সামাজিক সংগঠন এবং প্রোগ্রাম অনুযায়ী সদস্যদের চাঁদার ভিত্তিতে পরিচালিত হয়; অপরদিকে সংগঠন কোন ভিসার ব্যবসা, প্যাকেজ ট্যুর বিক্রয় কিংবা সদস্যদের বাহিরে অনুদান গ্রহন করে না। আমাদের সংগঠনের সকল পর্যায়ের প্রতিটি নেতাকর্মী এক ও অভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের মধ্যে কোন বিভেদ বা ভাঙ্গন নেই।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বগুড়া ট্যুরিস্ট ক্লাবের নব উপদেষ্টা ও ফুলতলা বাজারের সাধারন সম্পাদক জনাব মামুনুর রশিদ (মামুন), অত্র ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মাহফুজ রহমান, সদস্য গোলাম কিবরিয়া, আব্দুল কাদের, তানভির রহমান, নাজনী খাতুন প্রমুখ।