বাংলার প্রতিদিন ডটকম,
বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রার্থীদের আমলনামা এবং এসিআর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা রয়েছে।তিনি আমলনামা বিশ্লেষণ করেই প্রার্থীদের নৌকা প্রতীকের টিকিট দেবেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে চাঁপাইনবাগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।কাদের আরো বলেন, মনোনয়ন নিয়ে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু কেউ অসুস্থ প্রতিযোগিতা করতে পারবে না।নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন তার পক্ষেই কাজ করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আগামী নির্বাচনে ভোট নেয়ার জন্য বিএনপির কথামালা ছাড়া কোনো পুঁজি নেই। যারা পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের আর জনগণ নির্বাচিত করবে না।
কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, চিহ্নিত সন্ত্রাসী আর চাঁদাবাজদের আওয়ামী লীগের সদস্য পদ দেয়া হবে না।তরুণ ও নারীদের সদস্যপদ দেয়ার ব্যাপারে গুরুত্ব দেয়া হবে। তরুণ প্রজন্ম এবং নারীরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মইনুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল ওদুদ এমপি, সাবেক এমপি মো. জিয়াউর রহমান প্রমুখ।