মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলার মৌলভীবাজার উদ্যেগে ২৯ (নভেম্বর) বুধবার সকাল ১১ ঘটিকায় সময় জেলা আহলে সুন্নাত সভাপতি শাহ্ পীর আলী নুরুল্লাহ শাহ এর সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব এর পরিচালনায় বক্তব্য রাখেন , আলহাজ্ব শিরাজুল ইসলাম চৌধুরী (হারুন),সৈয়দ মফচ্ছিল আলী, মাওলানা হারিছ আলকাদরী, অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ, অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মুহিত (হাসানি), এইচ এম মোশাহিদ আলী, হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ, আনিছুল ইসলাম আশরাফী, মোহাম্মদ ফুরকান (পাগলা), উসমান গণি, কামরুজ্জামান,আরিফুল ইসলাম, মোঃআখলিছ মিয়া,সৈয়দ নাজাত উল্লাহ, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত হাসানী, জাহাঙ্গীর আহমদ, এম এ এম রাসেল মুস্তফা, জুনেদুল ইসলাম (আদনান) রুহেল খান,আলমগির হুসেন, আমিনুল ইসলাম খান, সুমন আহমেদ, আব্দুস সালাম, রুমেল আহমদ খান, বদরুল আলম বিল্লাল, জুবের আহমদ জুবেল, জাহিদ হাসান,জহির আহমদ খান, মাও আব্দুল হামিদ, বাবুল আহমদ, শাহ সাজু,মুশাররফ আহমদ, প্রমুখ।