মির্জাপুর-টাঙ্গাইল প্রতিনিধি: কোচিং সেন্টারের নামে
অবৈধ কিন্ডার গার্ডেন একাডেমী স্কুল গজিয়ে উঠছে এর
অভিযোগ পাওয়া গেল। গোপন সূত্রের ভিত্তিতে এবং কয়েক জনের
নাম গোপন রাখা সূত্রে, আজ কয়েকটি কোচিং সেন্টার ও
একাডেমী স্কুল ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেল। টাঙ্গাইলের
মির্জাপুরে দেওহাটা বাস-স্ট্যান্ডের বহুরিয়া রোড সংলগ্ন রাস্তার
পশ্চিম পাশে আল-হেরা মডেল স্কুল নামে একটি কিন্ডার গার্টেন
স্কুল চালু হয়েছে যার স্থাপিত কাল ২০১৪ ইং এর পরিচালক মো:
সোলায়মান। তিনি দেওহাটা এ, জে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
অস্থায়ী সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন যাকে
যেকোনো অবস্থার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
পূর্বে আদো পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে সরকার কর্তৃক কোনো বই
পুস্তক প্রদান করা হয়নি এবং কোনো ছাত্র-ছাত্রী অধ্যয়ণরত ছিল
না। পূর্বে এই স্কুলের নাম ছিল আল-হেরা কোচিং সেন্টার যার
প্রতিষ্ঠাতা হৃদয় বনিক। বর্তমানে ২০১৭ ইং সালে অবৈধ ভাবে
ভূয়া নামে আল-হেরা মডেল স্কুল- স্থাপিত কাল ২০১৪ ইং চালু করেন।
রিমি একাডেমির পরিচালক হৃদয় বনিক, চাইল্ড কেয়ার একাডেমির
পরিচালক জনাব মো: মিজানুর রহমান মিঠুন ও বীরশ্রেষ্ঠ
একাডেমির পরিচালক জনাব মো: ইহসাক ব্যক্তিগণ বলেন মো:
সোলায়মান সাহেব আমাদের স্কুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা গুজব
ছড়াচ্ছেন এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও তার অভিভাবকদের নিকট
বিভিন্ন প্রকার শিক্ষা বিরুধী কথা বলেন এবং আমাদের
প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন প্রকার প্রলোভন দেখাচ্ছেন ইতি
মধ্যে ম্যাজিস্ট্রেট বাড়ী বিদ্যা নিকেতন থেকে ২ জন শিক্ষক তার
প্রতিষ্ঠানে নিযুক্ত করেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে
গুজব, অভিভাবকদের মিথ্যা প্ররোচনা এবং শিক্ষকদের প্রলোভনের
কারণে শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। নাম প্রকাশ না করা সূত্রে
কয়েক জন ব্যক্তি এর সত্যতা স্বিকার করেন। আল-হেরা প্রতিষ্ঠানে
সকাল ৯ ঘটিকার সময় গিয়ে দেখা গেল, বর্তমানে সর্বমোট
২০-২২ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস চলমান। কিন্তু বইয়ের চাহিদা
দেওয়া হয়েছে ১ম শ্রেণি: ২২ জন; ২য় শ্রেণি: ২২ জন; ৩য়
শ্রেণি: ১৫ জন; ৪র্থ শ্রেণি: ১৯ জন এবং ৫ম শ্রেণি: ১৩ জন
সর্বমোট ৯১ জন। উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের নিকট ১ম শ্রেণি
থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তিরত রেজিস্টার বহি চাইলে তা দিতে
অস্বিকার করেন এবং উপরোক্ত প্রশ্নের জবাব দিতে ভিন্ন মত
পোষন করেন। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অফিসার মো: খলিলুর
রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান
এর সাক্ষাতে তাহারা বলেন আল-হেরা মডেল স্কুলের বিরুদ্ধে একটি
লিখিত অভিযোগ এসেছে। অতি শিঘ্রই এর প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করবো।