সোহেল রানা,হাকিমপুর(হিলি)প্রতিনিধি:দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আজ
সোমবার সকাল ১০টা হইতে ১১টা পর্যন্ত হাকিমপুর ডিগ্রি কলেজের উদ্দ্যেগে
জঙ্গীবিরোধী এক র্যালি ও মানবন্ধন পালিত হয়।”জঙ্গীবাদ নিপাত যাক,মানবতা
মুক্তি পাক”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় আজ সকালে
হাকিমপুর ডিগ্রি কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা মানবন্ধন পালন
করে।এসময় উপস্থিত ছিলেন,হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল
মান্নান,সহকারী অধ্যক্ষ আব্দুল গণি,আইসিটি শিক্ষক শরিফুল ইসলাম ,রফিকুল
ইসলাম বি এস সি,শ্রী অলোক কুমার,বেনজির,আলহাজ্ব নুরন্নবী,এছাড়া আরো
অন্যনরা উপস্থিত ছিলেন।