অনলাইন ডেস্কঃ-
‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও পরিচালনা পর্ষদকেও আলাদা চিঠি পাঠানো হয়েছে।
যে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে সেগুলোর চারটি সরকারি ও চারটি বেসরকারি।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৪ জন, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের একজন ও ধানমণ্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৮ জন শিক্ষক রয়েছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ জন ও রাজউক স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষক রয়েছেন রয়েছেন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ক্ষেত্রে অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।