মোহাম্মদ মোজাম্মেল হক, মির্জাপুর (টাংগাইল) প্রতিনিধি:
আজ মির্জাপুর কলেজ প্রাঙ্গনে এক জাকজমকপূর্ন পরিবেশে মির্জাপুর কলেজ রোভার স্কাউটস্ এর নবাগত রোভার সহচরদের দীক্ষানুষ্ঠান আয়োজিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাংগাইল জেলা প্রশাসক ও টাংগাইল জেলা রোভারের সভাপতি জনাব খান মোঃ নুরুল আমিনের থাকার কথা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারনে তিনি উপস্থিত হতে পারেননি ।
টাংগাইল জেলা রোভার স্কাউট ও মির্জাপুর কলেজ বয়েজ ইন রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম ( সহকারী অধ্যাপক- যুক্তিবিদ্যা, মির্জাপুর কলেজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা অতিরিক্ত প্রশাসক ( শিক্ষা, তথ্য ও প্রযুক্তি) , মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর হোসেন, উপ-আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস্, রোভার অঞ্চল ও স্কাউট ব্যক্তিত্ব অধ্যক্ষ এনামুল করিম শহিদ, মির্জাপুর কলেজের অধ্যক্ষ ও মির্জাপুর রোভার স্কাউটস্ ইউনিটের সভাপতি সালেহ্ উদ্দিন আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মোফাজ্জেল হোসেন দুলাল, মির্জাপুর কলেজ গভর্নিং বোর্ডের সদস্য খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল ও অন্যান্য ব্যক্তিবর্গ সহ মির্জাপুর কলেজের সকল অধ্যাপক, প্রভাষক , কর্মকর্তা-কর্মচারী বৃন্দ । উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইসরাত সাদমীন তার বক্তব্যে বলেন সেবাই হচ্ছে স্কাউটিং বা রোভারিং এর ধর্ম । তাই তিনি নবাগত স্কাউটদের উদ্দেশ্যে নিজের প্রতি দায়িত্ব পালন ও অন্যের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান, তিনি আরও বলেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্কাউটদের মানুষের সেবা করাকে আরও যুগপোযুগী করে তুলতে হবে ।
মির্জাপুর কলেজের অধ্যক্ষ ও মির্জাপুর কলেজ রোভার স্কাউটস্ ইউনিটের সভাপতি সালেহ্ উদ্দিন আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য মির্জাপুর কলেজ রোভার ইউনিটের স্কাউটদের সহায়তায় ৮০ হাজার টাকা প্রদান করে তাদের পাশে দাড়ানোর দায়িত্ব পালন করেছে মির্জাপুর কলেজ রোভার ইউনিট ।
অনুষ্ঠানে উপজেলা কমিশনার ( ভূমি) মোঃ আজগর হোসেন সহ অন্যান্য বক্তারা রোভার স্কাউটের সৃষ্টি , উদ্দেশ্য, কর্মকার্ন্ড ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন ।
পরে মির্জাপুর কলেজ বয়েজ ইন রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম ( সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা ) ও গার্লস ইন রোভার স্কাউট লিডার মিসেস মেহেরুন্নেছা ( সহকারী অধ্যাপক তথ্য ও প্রযুক্তি ) নবাগত ছেলে ও মেয়ে সহ মোট ৪৮ জন রোভার স্কাউটদের দীক্ষা প্রদান করে ব্যাচ পড়িয়ে দেন ।