মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:-
নাটোরের লালপুরে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রক্স) ২য় পর্যায় প্রকল্প
প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির ৩ মাস ব্যাপি
প্রশিক্ষণ শেষে সোমবার বিকেলে ওয়ালিয়া হাকিমুনন্নেছা বালিকা উচ্চ
বিদ্যালয়ের একটি রুমে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস মট্ধসঢ়;স এর আয়োজনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন রক্স-২ প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড.এম.
মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন , রক্স-২ উপ-পরিচালক নুরুজ্জামান মল্লিক, সেভ
দ্যা চিলড্রেন, আই এর প্রোগ্রাম অফিসার সদানন্দ পাল, কারিতাস মট্ধসঢ়;স
প্রজেক্ট ম্যানেজার ডমিনিক দিলু পিরিচ, করডিনেটর আরটিএস
(ফ্রোকাল পারসন) মট্ধসঢ়;স সুপ্রিয় হালদার, লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা
অফিসার ইয়াকুব আলী, রাজশাহী কারিতাস মট্ধসঢ়;স এর প্রোগ্রাম সুপার
ভাইসার কণিকা বিশ্বাস প্রমুখ। এসময় (রক্স) ২য় পর্যায় প্রকল্প প্রি-
ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির একশত জন
প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।