শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলায় স্বাক্ষী দেওয়ায় প্রতিপক্ষরা ব্যবসায়ীর
জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ৪ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার
মাওনা ইউনিয়নের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। এসময়
প্রতিপক্ষের হামলায় বাড়ির কাজের ছেলে মোয়াজ উদ্দিনসহ কয়েকজন গুরুরত
আহত হয়। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা
হয়েছে। জানা গেছে, বেড়াইদের চালা গ্রামের মৃত আলহাজ্ব ধনাই বেপারীর
পুত্র জিয়া উদ্দিন বেপারী ও তার ভাই মাইন উদ্দিন বেপারীর মধ্যে দীর্ঘদিন
যাবত তাদের পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া দীর্ঘদিন
পূর্বে মাইন উদ্দিন বেপারী তারই সহোদর ভাই সুলতান উদ্দিনকে
ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিয়া উদ্দিন প্রত্যক্ষ স্বাক্ষী ছিল। তার বিরুদ্ধে
আদালতে স্বাক্ষ্য দেওয়ার জের ধরে মাইন উদ্দিন বেপারী তাকে বাড়ী থেকে
উচ্ছেদের জন্য উঠেপড়ে লাগে। সোমবার সকালে মাইন উদ্দিন অজ্ঞাত নামা
৫০/৬০জনের একদল ভাড়াটে লোক নিয়ে দা, লাঠি সহকারে জিয়াউদ্দিনের
কেওয়া মৌজার প্রায় ১৬ বিঘা সম্পত্তি অবৈধভাবে জবরদখলের জন্য
সিমেন্টের পিলার ও কাটা তার দিয়ে বেড়া দেয়ার চেষ্টা করে। এসময় বাধা
দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মোয়াজ উদ্দিনসহ কয়েকজন আহত হয়। খবর
পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জমির মালিক জিয়া উদ্দিন বেপারী জানান, আমার ভাইয়ের হত্যা মামলায়
স্বাক্ষী দেওয়ায় আমার পৈত্রিক জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। শ্রীপুর
থানার এস.আই নাজমুল হক জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও জমি
নিয়ে বিরোধ চলছে। জমি দখলের ঘটনায় অভিযোগ দায়ের করলে আইনগত
ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত মাইন উদ্দিন বেপারীর সাথে
যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।