হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় মোবাইল চোর মাদক সন্ত্রাসী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠার কারণে বাসা বাড়ির লোকজন দিশেহারা হয়ে পড়ছেন বলে জানান এলাকাবাসী। জানা গেছে, গত রাতের আনুমানিক ২টার দিকে আশুলিয়া থানার গাজিরচট জামগড়া (মোল্লা বাড়ী) এলাকার মৃত হাতেম আলীর ছেলে সোহেল রানার বাড়ির ঘরের জানালা ভেঙ্গে ২টি দামি মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যায় সক্রিয় চোরেরা। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যাহার নং ২৪৮/ তারিখঃ ০৪/১২/২০১৭ইং। সোহেল জানান, সে রাত ১টা পযন্ত জেগে ছিলেন তিনি, এরপর ঘুমিয়ে গেলে কোনো এক সময় তার মোবাইল ২টি চুরি হয়।সকালে ঘুম থেকে জেগে দেখেন তার ঘরের জানালা ভাঙ্গা শুধু ২টি দামী মোবাইল নেই। এর আগেও তার বড় ভাই মনির এর একটি মোবাইল চুরি হয়েছে বলে সোহেল জানান। স্থানীয়রা জানান, জামগড়া মোল্লা বাড়ী এলাকার আশেপাশের পাড়াগুলোতে মাদকের নিরাপদ কয়েকটি স্পট রয়েছে। মাদক সেবনকারীরা মাদকের টাকা জোগাড় করতে তারা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন (ক্রাইম) করছে। এই সিন্ডিকেটের সাথে প্রভাবশালী অনেকেই জড়িত আছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে শিল্প কারখানায় বেতন হয় ৫ থেকে ১০ তারিখের মধ্যে-মাদক সেবনকারীরা বহিরাগত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চুরি, ছিনতাই, করে বলে জানান স্থানীয়রা। বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে আশুলিয়ার জামগড়া, ভাদাইল, বাগবাড়ি (ক্রাইম জোন এলাকা আশুলিয়া) সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন। এসব মাদক সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয় না। অনেকেই বলেন, রূপায়ন আবাসন ১ এর গেটের সামনের ২ টি বাড়ি থেকে পুলিশ দুইজন নারীর লাশ উদ্ধার করেছেন। একই এলাকায় এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করেন পুলিশ। এরকম অনেক ঘটনার তথ্য রয়েছে এ এলাকায়। উক্ত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপর মহলের সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।