মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ
উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র-মেধাবী
শিক্ষার্থীদের মধ্যে এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল বিতরণ করা হয়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোতালিব তরফদারের
সভাপতিত্বে বাইসাইকেল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর
রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল
হক। ইউপি সদস্য সুনীল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি গৌরাঙ্গ দাশ,
ইউপি সদস্য মো. নওরুজ মিয়া প্রমুখ।