স্পোর্টস ডেস্কঃ
লড়াইটা কেবল বিপিএলের নয় যেন বাংলাদেশের ক্রিকেটের একটা প্রতীকী চিত্র। একদিকে সাকিব আল হাসান, অন্যদিকে তামিম ইকবাল। এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার-বয় এই দুই ক্রিকেটার। ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় ভরসার নাম তামিম। আর ব্যাট-বল মিলিয়ে সাকিব আল হাসানের মতো তারকা বিশ্বে দ্বিতীয়জন নেই। শুক্রবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে খেলবে। বিজিত দল খেলবে এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে প্রথম এলিমিনেটর পর্বে জয়ী দলের সঙ্গে।
পরিসংখ্যান বিবেচনায় নিলে এই ম্যাচে সরাসরিভাবে ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের ১২ ম্যাচে মাত্র তিনটিতে হেরেছে কুমিল্লা। প্রথম পর্বে নাসির হোসেনের সিলেট সিক্সার্স, চট্টগ্রামে দ্বিতীয় পর্বে রাজশাহী কিংস ও শেষ পর্বে খুলনা টাইনসের বিপক্ষে হারে তামিমের দল। গ্রুপ পর্বে দুবারই ঢাকা ডায়নামাইটসকে হারায় কুমিল্লা।
শক্তিমত্তায়ও ঢাকার চেয়ে বেশ অনেকটা এগিয়ে কুমিল্লা। দুর্দান্ত ফর্মে রয়েছে দলটির ব্যাটসম্যানরা। ইমরুল কায়েস, তামিম ইকবাল, লিটন দাস, শোয়েব মালিক ও জস বাটলার, এবারের আসরে এই পাঁচ ব্যাটসম্যানই প্রতিটি ম্যাচে জিতিয়েছে কুমিল্লাকে। বাটলার (১৯৪) বাদে বাকি সবার রানই দুইশর ওপরে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান আলী, ডোয়াইন ব্রাভো, আল আমিন হোসেনরা ফর্মের তুঙ্গে রয়েছেন।
ঢাকাকে সাহস জোগাচ্ছে এভিন লুইসের দুর্দান্ত ফর্ম। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এ ছাড়া জো ডেনলি, কাইরন পোলার্ড ও সাকিব আল হাসান ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে সুনীল নারাইনের রুদ্রমূর্তি তো গত আইপিএলের পর সবাই দেখেছে। তবে ঢাকার আসল শক্তি দলটির বোলিং লাইন আপ। ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ নামটি আবু হায়দার রনির। এ ছাড়া শহীদ আফ্রিদি বা সুনীল নারাইনের ঘূর্ণি সম্পর্কে কারোরই সন্দেহ থাকার কথা নয়। সুযোগ কম পেলেও বল হাতে ঝলক দেখিয়েছেন পাক সুপারস্টার মোহাম্মদ আমিরও।
ফাইনালে আগে আরেক ফাইনাল। দেখা যাক, সেয়ানে সেয়ানের টক্করে শেষ লড়াইটা জেতে কোন দল!