অনলাইন ডেস্কঃ-
যুবসমাজই দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীত দমন কমশিনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
ইকবাল মাহমুদ আরো বলেন, ‘দুর্নীতি দমনের জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। যাতে সরকারি ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা, শিক্ষা-রাজনীতিতে স্বাভাবিক কর্মকাণ্ডে যাতে কোনোরকম দুর্নীতির গন্ধ না থাকে।’
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, নতুন সহস্রাব্দের সম্পদ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়েই দেশে বিরাজমান দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
দুর্নীতি দমনের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে, সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ জন্য পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।