ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥
নীলফামারীর ডিমলায় অটোবাইকে চাদাবাজীর অভিযোগে শনিবার সন্ধ্যার পর
সদরের শুটিবাড়ী মোড় থেকে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা
হলেন বালাপাড়া ইউনিয়নের আমিনুর রহমানের পুত্র ফজলার রহমান (৩৩) ও ডিমলা
সদর ইউনিয়নের তালেব আলীর পুত্র মোখলেছুর রহমান (৪২)।
জানা যায়, গত ৭ই ডিসেম্বর আটককৃতরা চাদাবাজী বন্ধের দাবীতে
উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন
নাহার, ডিমলা থানার অফিসার ইনচার্জকে স্বারকলিপি প্রদান করেন।
ডিমলা উপজেলা অটো চালক সমিতি লিমিটেড স্বারকলিপিতে চাদাবাজী
বন্ধের দাবী জানায়। স্বারকলিপি প্রদান পর উক্ত সমবায় সমিতি নিবন্ধন নং-
নীল/জেসকা-৫৩ এর পক্ষে চাদাবাজী করাকালীন সময়ে পুলিশ রশিদসহ
দুইজনকে হাতে-নাতে আটক করেন।
জানা গেছে, জেলা সমবায় অফিসে রেজিস্ট্রেশন করে প্রায় কয়েক শত
অটোবাইক চালকের নিকট প্রতিদিন ১০ টাকা করে চাদা আদায় করে
আসছে। স্বারকলিপির উল্লেখ করা হয়েছিল গ্রামের হতদরিদ্র হাস মুরগী
বিক্রি করে অটোবাইক ক্রয় করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল।
কিন্ত তাদেরই পক্ষে চাদা উত্তোলনের বিষয়টি এলাকাবাসীকে হতবাক করে
তুলেছেন। এলাকাবাসীর অভিযোগ,এভাবেই প্রতিদিন এই সমিতির নাম
করে শহরের টিএন্ডটি মোড়.মেডিকেল মোড়, শহীদ মিনার চত্তর, স্মৃতি
অম্লান মোড়,(শুটিবাড়ির মোড়)সহ অনেক এলাকায় যানজট সৃষ্টি করে
প্রায় ৬ থেকে ৭ শত অটোবাইক চালকের কাছ থেকে চাদা উত্তোলন করা হয় ।
এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা উপজেলা অটো চালক সমিতি লিমিটেড
এর সভাপতি-ইউসুফ তাদের দুইজন লোককে আটকের বিষয়টি নিশ্চিত করে
বলেন, আমাদের এই সমিতিতে ৫৩৮জন সদস্য কাগজে কলমে আছেন,এবং
রুপালী ব্যাংক ডিমলা শাখায় একটি একাউন্ট রয়েছে । এই সমিতির
মাধ্যমে আমরা সদস্যদের টায়ার কেনা বাবদ ঋন দিয়ে থাকি,যা পরিশোধ
করতে হয় ৩-৬ মাসের মধ্যে ।
ডিমলা সদরে রশিদের মাধ্যমে ৪জন লোক আমাদের এ টাকা উত্তোলন করেন।
সমিতির একাউন্টে কত টাকা বর্তমানে জমা রয়েছে এমন প্রশ্নের
কোনো উপযুক্ত উত্তর দিতে পারেননি এই সভাপতি ।
আটকের সময়ে অনেকের মধ্যে উপস্থিত থাকা ডিমলা থানার এসআই ইমাদ
উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ ঘটনার সত্যতার ব্যাপারে জানান, সন্ধ্যার পর
সদরের শুটিবাড়ী মোড় এলাকা থেকে অটোবাইকে টাকা উত্তোলনের সময়
২জনকে রশিদ বই সহ আটক করা হয়েছে।