বাংলার প্রতিদিনঃ-
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ব্যাপারে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আগামী নির্বাচনে ২০০৮ সালের নির্বাচনের চেয়েও বেশি ভোট পাবে আওয়ামী লীগ।
আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। তবে নিজে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানান জয়।
সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এ বৈঠকে দলের সম্পাদকমণ্ডলী, কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা যোগ দেন।
বৈঠক শেষে জয় বলেন, ‘আমার জরিপের রেজাল্ট এত ভালো আসছে আজকে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ২০০৮ সালের চেয়েও বেশি ভোট পাবে। ২০০৮ সালের চেয়েও বিপুল ল্যান্ডস্লাইড হবে আওয়ামী লীগের পক্ষে। এটা একদম সায়েন্টিফিকলি জরিপ করে আমরা বের করেছি। জরিপটা আমি প্রত্যেক বছরই করি। সেটা আমরা একটা প্রফেশনাল কোম্পানি আছে, তাদেরকে দিয়েই করাই।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘জরিপটা আমি নিজেই ডিজাইন করি, মনিটর করি। এর ওপর আমি স্টাডি করেছি, ক্লাসও করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের জরিপ হচ্ছে ওয়ান অব দ্য মোস্ট একিউরেট সারা দেশে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। মানুষের আওয়ামী লীগের প্রতি যে বিশ্বাস ও সাপোর্ট চলে এসেছে, এখন আওয়ামী লীগকে ভোটে হারানোর মতো দল আর বাংলাদেশে নাই।’
আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়ন কাজের কথা জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র থেকে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।
জয় আরো জানান, তিনি প্রার্থী হচ্ছেন না। তিনি বলেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে দলকে ক্ষমতায় রাখা। এমপি পদের লোভ আমার নাই। সেটা ভবিষ্যতে দেখা যাবে। আগে আমি দলকে যতদিন ক্ষমতায় রাখতে পারি রাখি।’
নির্বাচন ঘনিয়ে আসলে বড় দলগুলোতে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সবাইকে ভেদাভেদ ভুলে দলের পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।