ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় চুন্ন মৃধা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার রাতে রাজাপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ব্র্যাক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত চুন্নু উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি গ্রামের মৃত কেরামত আলী মৃধার ছেলে এবং সাবেক বিডিআর সদস্য। বর্তমানে তিনি আকন ব্রিকসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, চুন্নু নিজের মোটর সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় পেছন থেকে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। এতে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।