বাসস,
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকা ও নেপিদোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ-এর একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলার ফ্রান্সের এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানান যে, রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্রসচিব আরো বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাকরোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং এই সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন।