মোহাম্মদ মোজাম্মেল হক ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মুক্তির মঞ্চে পুষ্পস্তক অর্পন, র্যালি ও আরোচনা সভার মধ্য দিয়ে আজ বুধবার ১৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত দিবস
পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় মির্জাপুর।দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও
উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব
আলহাজ মো:¦ একাব্বর হোসেন এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সকালে মুক্তির
মঞ্চে পুষ্প স্তক অর্পন করেন, সংসদ সদস্য একাব্বর হোসেন এমপি, জনাব মীর এনায়েত হোসেন মন্টু মির্জাপুর উপজেলা পরিষদ,
ইসরাত সাদমীন উপজেলা নির্বাহী অফিসার এবং অধ্যাপক দুর্লভ বিশ্বাস মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।পরে একটি বিশাল
র্যারি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভারপ্রাপ্ত
কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, আমজাদ হোসেন।