সখীপুর (টাংগাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে নও মুসলিম জাহিদ হোসেন খান ও তাঁর
পরিবারের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা করার প্রতিবাদে
মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুুপুরে উপজেলার
যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী যাদবপুর বাজারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আনোয়ার
হোসেন ভোলা’র সভাপতিত্বে সাবেক যাদবপুর ইউপি
চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা
জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ধলা, নও মুসলিম মো. শহীদুল
ইসলাম প্রমুখ বক্তব্য দেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে যাদবপুর
বেড়বাড়ী, চাকদহ, নাইকানীবাড়ী,
রতনপুর,দাড়িয়াপুর,পাহাড়কাঞ্চন গ্রামের প্রায় তিন শতাধিক
মানুষ অংশ নেন।
প্রসঙ্গত: উপজেলার চাকদহ গ্রামের মৃত আবদুল খালেকের
মেয়ে তাহমিনা আক্তার রিতা’র সঙ্গে একই গ্রামের নও মুসলিম
শহিদুল ইসলামে ছেলে জাহিদ হোসেন খানের ২০১৩ সালে ১০
লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে হয় । বিয়ের কিছুদিন পর থেকে
স্ত্রী তাহমিনা আক্তার রিতা দেনমোহরের ১০ লাখ টাকা ভাগিয়ে
নিতে অসৎ উদ্দেশ্যে নানা তাল বাহানা শুরু করে। সামাজিকভাবে
উভয় পরিবারকে নিয়ে বেশ কয়েকবার এ নিয়ে শালিশী বৈঠকও হয়।
স্ত্রী তাহমিনা আক্তার রিতা কিছুতেই স্বামীর সংসারে আর
ফিরে আসেনি। গত ২৮ নভেম্বর স্বামী নও মুসলিম জাহিদ
হোসেন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে
তাহমিনা আক্তার রিতা মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা
দায়ের করেন।