পারভেজ, কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালী কলাপাড়া উপজেলায় ৩ নং লালুয়া ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তি যোদ্ধা শহীদ শওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট লীগ – ২০১৭ অানুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে। উওর লালুয়া ইউ,সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা তিনটা ৩০ মিনিটে উদ্ভোধন করেন উওর লালুয়া ইউ,সি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম লিপন মৃধা এসময় প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন,উওর লালুয় ইউ,সি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন খোকন মৃধা, কবির মৃধা জাহাগীর মৃধা , ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, প্রিন্স ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বিন্দ উপস্থিত ছিলেন । এ খেলায় ৯ টি দল অংশ গ্রহন করে। উদ্ভোধনী দিনের খেলায় অংশগ্রহন করে বানাতি বাজার একাদশ বনাম মাঝের হাওলা সিনিয়ার একাদশ। প্রথম দিনের খেলায় মাঝের হাওলা সিনিয়ার একাদশ ২-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন ফোরকান উদ্দিন।