গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: ১৫ বছরে পা দিলো বর্ডার গার্ড বালাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়ন। এ উপলক্ষে গতকাল সোমবার ব্যাটালিয়নের সদর দপ্তর নওগাঁয় ছিলো দিন ব্যাপী নানা আয়োজন।
দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বিজিবি’র রংপুর রিজিয়নের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী। এসময় নওগাঁর জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম, ৪৩ বিজিবির অধিনায়ক জাহিদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লষ্টরা জানান, ২০০২ সালের ১ আগষ্ট চট্টগ্রামের হালি শহর বিজিবির এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। এর পর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করে আসছে। অনুষ্ঠানে প্রীতি ভোজের আয়োজন করা হয়।#