মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার অদূরে ডেমরার ঐতিহ্যবাহী ঘাসফুল সংগঠনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর রোজ (শনিবার) মাদকবিরোধী সেমিনার,বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে।
ঘাসফুল সংগঠনের মাদক বিরোধী সেমিনার ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অাবু হানিফ (সাবেক সদস্য,সারুলিয়া ইউনিয়ন পরিষদ),প্রধান অালোচক হিসেবে ছিলেন জনাব মোঃঅারিফুর রহমান খান ( সাধারন সম্পাদক, বি.এইচ.এস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি),অারো উপস্থিত ছিলেন ঘাসফুল সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার এর সভাপতি জনাব ইন্জিনিয়ার অাসাদুর রহমান মিলন।
অনুষ্ঠানে সভাপতি দায়িত্বে ছিলেন জনাব, মোঃঅাবদুর রাজ্জাক (সভাপতি, বামৈল পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটি),সঞ্চালকের দায়িত্বে ছিলেন মোঃ সিহাব হোসেন ও মোঃ অাবু হায়দার রনি এছাড়া ঢাকার অাশে পাশের বিভিন্ন সংগঠন থেকে অাগত অতিথি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা ঘাসফুলের মহৎ উদ্যোগ ও ঘাসফুলের পাগলি মায়ের দামাল ছেলেদের সাধুবাদ জানায়।বক্তারা অভিভাবকদের সচেতনাতার প্রতি জোর তাগিদ দেন।।খেলাধূলা ও পড়ালেখার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায়।মাদক থেকে দূরে থাকতে তরুনদের ইচ্ছাশক্তি নিজের ভিতর রাখতে হবে এবং খারাপ কাজ এবং অসৎ সঙ্গ ত্যাগের সূপরামর্শ দেয়া হয়েছে।
ঘাসফুলের সভাপতি নুর মোহাম্মাদ (নোমান) বলেন,অামাদের চারপাশের পরিবেশ যদি সুন্দর রাখি তাহলে একজন মাদকাশক্ত ব্যক্তি মাদক থেকে দূরে থাকবে। সবার সদইচ্ছাইতে হতে পারে একটি সুন্দর সমাজ।ঘাসফুল সংগঠনকে অারো বেগবান করতে সবার প্রচেষ্টা কামনা করেন।
অনুষ্ঠানটির সার্বিকভাবে পরিচালনা করে ঘাসফুল সংগঠনের পরিবারবর্গ ও এলাকাবাসী।
উক্ত মাদক-বিরোধী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ও শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
সর্বশেষ,সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।