মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রতিনিধি, গাজীপুর।
গাজীপুর জেলার অর্ন্তগত শ্রীপুর উপজেলার অনেক স্থানে ইয়াবা টেবলেট সহ বিভিন্ন নেশা যেমন, বাংলা মদ, ফেনসিডিল, গাঁজা, গাম, ইত্যাদি মাদক দ্রব্য ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এতে করে যুব সমাজ ও নেশাগ্রস্থ পরিবার ক্রমেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে ইয়াবা টেবলেট বাংলা মদ ও গাঁজা এক শ্রেণীর মাদক ব্যবসায়ী বেশীর ভাগ স্থানে সরবরাহ করচ্ছে। যার ফলে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বেড়াইদের চালা গ্রামের মোঃ জিল্লুর রহমান এর ঔরষ জাত এক ছেলে মোঃ মোরর্শেদ আলম ও মেয়ে আয়েশা খাতুন দুই ভাই-বোন মিলে প্রকাশ্যে দিবা লোকে ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর কে জানানো হলে তারা কোন ব্যবস্থা গ্রহন করার পরও তারা থেমে থাকেনি। তাদের দুই-ভাই বোনকে থানা ও ডিবি পুলিশ একাধিক বার গ্রেফতার করলেও জনৈক এক প্রভাবশালী নেতার আতœীয়ের পরিচয় দিয়ে আইনের মার-পেছ এর মাধ্যমে বার বার ছাড়া পেয়ে যায়। চালায় আবার আগের অবৈধ ব্যবসা। আশে পাশের সাধারণ মানুষ তাদের এই অবৈধ ইয়াবা টেবলেট ব্যবসার প্রতিবাদ করলে বিভিন্ন মামলা হামলার ভয় দেখায়। তার আপন ভাগ্নীর জামাই প্রতিবাদ করলে তার বিরুদ্ধে দর্শন মামলা করা হয়। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া নামক স্থান থেকে দুই তিনটি মটর সাইকেল দিয়ে ০২ নং সি.এন্ড.বি বাজারের আশেপাশে ও বেড়াইদের চালার কিছু অংশে প্রকাশ্যেই বাংলা মদ সাপ্লাই করার পর ঐ বাংলা মদ বিক্রয় করে ও পান করে। প্রাইভেটকার যুগেও ইয়াবা টেবলেট সাপ্লাই দেন বলে কানাগোষা শোনা যাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন যুবকরাই এদেশের ভবিষ্যৎ। বর্তমান সরকার বিভিন্ন নেশা অর্থাৎ মাদকের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান এই বিষয়ে আপোষ হীন ও কঠোর। মাদক প্রতিরোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করার ফলে অনেকাংশেই সফল হয়েছেন। নেশায় ভূক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের দাবী কারও সন্তান যেন মাদকের নেশায় আসক্ত না হয় এবং ইয়াবা সহ সকল মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে যথাযোগ্য শাস্তির দাবী যানায়।