মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক পরিবহন ও যোগযোগ
মন্ত্রনালয় কর্তৃক স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ¦ মো: একাব্বর
হোসেন এম,পি মির্জাপুরের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছেন।
মির্জাপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে দেখা গেল,উন্নয়নের দিক দিয়ে তাকালে দেখা
যায় যে, রাস্তা,ব্রিজ,কালবার্ড,স্কুল সরকারী করন,চাকুরী দেওয়া সহ মির্জাপুর উপজেলায়
বিভি¤œভাবে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। এত ব্যাপক উন্নয়ন অন্য কোন সংসদ সদস্যের সময়
হয় নি, বলেন মির্জাপুর উপজেলাবাসী।
মাননীয় এম, পি মহোদয়ের সাথে সাক্ষাতে তিনি বলেন, ইতিমধ্যে আরও বেশ কয়েকটি নতুন
রাস্তা,ব্রিজ,কালবাডের্র প্রতিবেদন করা হয়েছে। অতি শিঘ্রই এইগুলি সম্পন্ন করব।
মির্জাপুর উপজেলা বাসীর সাক্ষাতে বলেন, এত মিসুক এম,পি আদো দেখিনি রাসÍা,ঘাটে
একাকী চলাফেরা করেন,একাকী বাজার করেন,রিস্কায় সাধারন জনগনের সাথে ঘুরে ফিরেন,দশ জন
লোকের মত চায়ের দোকানে সাধারন জনগনের সাথে বসে একত্রে চা খান এবং যখনি কোন
লোকজন তার নিকট যায় নিরালস ভাবে তাদেরকে সময় দেন এমনকি রাস্তা ঘাটে যেকোনো
শ্রেনীর লোকে ডাকলে সেখানে গাড়ি থামিয়ে কথা বলেন। তার কৃতিত্ব ও চালচলনের কথা বলে
শেষ করা যাবে না।
তিনি দু:খের সাথে বলেন, কয়েক মাস পুর্বে দৈনিক
যুগান্তর পত্রিকায়, ড্রেজার দ্বারা বালু উত্তোলনের বিষয়ে আমার নাম জরানোর চেষ্টা করেন। আবার
কয়েক মাস পরেই একই অবস্থা। তিনি বলেন,ড্রেজার বন্ধের জন্য আমি অতিরিক্ত কমিশনার (ভ’মি)
সহ কয়েকজন পুলিশ ফোর্স নিয়ে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে সয়ং অ্যাকশনে যাই
এবং তাদেরকে গেপ্তার করে জেল ও জরিমানা করি। এই বিষয়ে আপনারা অবগত আছেন এবং নিউজও
করেছেন আপনারা। সত্যতা সাধারন জনগনের সামনে। তিনি তিব্র নিন্দা জানান ঐ ব্যক্তিদের যারা
অহেতুক মিথ্যা সংবাদ প্রচার করে।