রুবেল মাদবর,
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের জনাব নুরুল ইসলাম শামস, মঞ্জুরুল
করিম, আব্দুর রহমান, আফজাল হোসেন, জগদিস চন্দ্র বসু, এমদাদুল হক মিলনসহ
অনেক মনিষীদের জনপদ। এই রকম একটি মনিষীদের জনপদে স্কাউটিংয়ের ভবন নেই
এটা আসলেই দু:খ জনক। জেলায় স্কাউটিংয়ের ভবন নেই সে জন্য প্রধান অতিথি
দু:খ প্রকাশ করে বলেন এ বছরেই তিনি ২৫ লাখ টাকার অনুদান প্রদান করার ঘোষণা
করেন। ১০ শতাংশ জায়গা হলে ৫০ লাখ টাকাই দিতাম। শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ
থেকে ১টাকা করে হলেও সাহায্য নিয়ে বাকী ২তলা ভবন করার জন্য পরামর্শ দেন তিনি।
স্কাউটিংয়ে শতভাগ জেলা ঘোষণা দেওয়া খুব সহজ কাজ নয়। প্রত্যেকটি বিদ্যালয়ে
২টি করে স্কাউটিং দল গঠন করতে হবে। নতুন স্কুল প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে
সে সকল । যথাসাধ্য চেষ্টা করা হলে বিনীয় অঙ্গিকার। এই বাণীটি দ্বারা অহংকার
বুঝায় না অঙ্গিকার বুঝায়। এটা হলো সর্বোচ্চ চেষ্টা। স্কাউটিং একটি
সুশৃংখল ছোট বাহিনী। শুক্রবার বিকাল ৪টার আয়োজিত স্কাউট জেলা উদ্ধসঢ়;যাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রধান জাতীয় কশিশনার, বাংলাদেশ স্কাউটস ড.
মো: মোজাম্মেল হক খান এসব কথা বলেন।
শুক্রবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা করা হয়েছে।
প্রধান অতিথি ড. মো: মোজাম্মেল হক খান জাতীয় পতাকা উত্তেলন, ফিতা কাটা,
বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে শেষে এই জেলাকে স্কাউট জেলা
হিসেবে ঘোষণা করেন। এর পূর্বে আরো দুটি জেলাকে স্কাউট জেলা হিসেবে
ঘোষণা করেছেন। মুন্সীগঞ্জ জেলা হলো তৃতীয় স্কাউট জেলা। এমন কোন জেলা
থাকবে না যেখানে স্কাউটিংয়ের ভবন থাকবে না।
এ সময় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব ও
জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) বাংলাদেশ স্কাউটস মো: শাহ্ধসঢ়; কামাল, বাংলাদেশ
পর্যটন কর্পোরেশন ও জাতীয় কমিশনার (সংগঠন) বাংলাদেশ স্কাউটস চেয়ারম্যান
আখতারুজ জামান খান কবির, পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) জাতীয়
কমিশনার বাংলাদেশ স্কাউট, মুনশী শাহবুদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউট মো: মোহসীন,
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
এছাড়া যারা উপস্থিত ছিলেন, (উপসচিব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা:
হারুন অর রশিদ, ডিডিএলজি আবু সালেহ মহিউদ্দিন খাঁ, অলক চক্রবর্তী,
জোনায়েদ হোসেন, এড. মুজিবুর রহমান, আন্তর্জাতিক ট্রেনার নাজমা
আক্তারসহ সকল স্কুল ও মাদ্ধসঢ়;রাসার স্কাউট শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।