বাংলার প্রতিদিন ঃ-
এক দলের দুই নেতার দুই কথা। রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ও রিজভী দুই কথা বলছেন। এটি বিএনপিতে খালেদা জিয়া ও তারেক রহমানের দ্বন্দ্বের প্রকাশ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আসলে বাজারে গুঞ্জন আছে তাদের মধ্যে একজন তারেকের লোক ও আরেকজন বেগম জিয়ার লোক।সেতুমন্ত্রী বলেন, এটা সেলফ কন্ট্রাডিকশন হয়েছে। আসলে কথা এটা না, আসল বিষয়টা হচ্ছে নির্বাচনে বিএনপি জিতলে সুষ্ঠু নির্বাচন আর না জিতলে সূক্ষ্ম কারচুপি।
তিনি বলেন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদ জানিয়েছে। কিন্তু বিএনপি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে পারেনি।বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করে নতুন মেয়র হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।অন্যদিকে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা ৩৫ হাজার ১৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।