সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ৬ কিলোমিটার রাস্তার পাকা করন ও সংস্কার কাজের
শেষ হতে না হতেই ফাটল ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে
নি¤œমানের ইট,বালি,খোয়া,পাথর ও বিটমিন ব্যবহার করায় এ অবস্থার
সৃষ্টি হয়েছে । সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী
এলজিইডি সিরাজগঞ্জ’র ত্বত্তাবধানে ও সরকারী অর্থায়নে মেসার্স
পদ্মা কন্সট্রাকশন তাড়াশ টু সলঙ্গা সংযোগ সড়কে তাড়াশ হাসপাতাল
থেকে ৬০২০ মিটার পর্যন্ত রাস্তা সংস্কার ও পাকা করনের বরাদ্দ দেওয়া হয়।
যার মেয়াদ ছিল ২৯ আগষ্ট ২০১৭ পর্যন্ত। বর্ধিত সময় নিয়ে মেসার্স
পদ্মা কন্সট্রাকশন বর্তমানেও কাজ করছেন । সরজমিনে রাস্তাটি ঘুড়ে
দেখাযায়,কৃষ্ণাদিঘী বাজারের পশ্চিম পাশে মসজিদের সাথে রাস্তায়
ফাটল ধরেছে ও খানা – খন্দেও সৃষ্টি হয়েছে । এলাকাবাসী অভিযোগ ,
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা কন্সট্রাকশন নিুমানের
ইট,বালি,খোয়া,পাথর ও বিটমিন ব্যবহার করায় রাস্তাটির এ দৈন্যদশা
সৃষ্টি হয়েছে। বোয়ালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর
বলেন, আমরা এ বিষয়ে রাস্তার তদারকি কর্মকর্তা উপজেলা উপ সহকারী
প্রকৌশলী ইসমাইল হোসনেকে বার বার অনুরোধ করা হলেও কাজের কাজের
কাজ কিছু হয়নি । এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস পদ্মা
কন্সট্রাকশন এর সত্বাধীকারী লাকি আহমেদ সঙ্গে মোবাইল ফোনে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী এলজিইডি সিরাজগঞ্জ’র রবিউল ইসলাম
বলেন,চুড়ান্ত বিল দেওয়া হয় নি। রাস্তার কাজ পর্যবেক্ষন করে ব্যবস্থা নেওয়া
হবে।