স্পোর্টস ডেস্কঃ
আগেই তা অনেকটা অনুমেয় ছিল, এবারের জাতীয় লিগের শিরোপাও খুলনা বিভাগের ঘরে উঠতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা হয়েছেও। ঢাকা বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বার দেশের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটের শিরোপা জিতেছে তারা।
আজ শনিবার বিকেএসপিতে ম্যাচের চতুর্থ দিনে ইনিংস ও ৪৯ রানে ম্যাচ জিতে নেয় খুলনা বিভাগ। এ জয়ের সুবাদে তাদের ঝুলিতে জমা পড়ে ২৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকায় শিরোপার সাফল্য পেয়েছে দলটি।
জাতীয় লিগে এটি খুলনার ষষ্ঠ শিরোপা। আসরে এর আগে কেউ এতবার এই সাফল্য পায়নি। অবশ্য রাজশাহী বিভাগ টানা চারবার জিতেছিল।
ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়। তখনই এক রকম আভাস পাওয়া গিয়েছিল, এ ম্যাচ জয়ের সম্ভাবনা খুলনারই বেশি। তা হয়েছেও। জবাবে খুলনা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫৯ রান গড়ে। ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা থামে ২৯৭ রানে। তাই বড় জয় ঘরে তোলে খুলনা।
জাতীয় দলের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে খুলনার জয়ে মূল্যবান অবদান রাখেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন সাত উইকেট।
এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদী হাসানের সেঞ্চুরি (১৭৭) কম অবদান রাখেনি খুলনার দারুণ এই সাফল্যে।