অনলাইন ডেস্কঃ-
খুব দ্রুত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।
সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নাসিম বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।
খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বলে মনে করেন আওয়ামী লীগের এ নেতা।
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকার খুবই আন্তরিক বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এ পর্যন্ত কোনো রোহিঙ্গা বিনা চিকিৎসায় মারা যায়নি। এ ছাড়া দেশের মানুষ রোহিঙ্গাদের ব্যাপক সহযোগিতা করছে।
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মাবুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসুস্থ সাত সাংবাদিককে চেক হস্তান্তর করা হয়। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।