রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে
শ্রীনগরে পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর স্খাপন ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ
বিরোধী কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউল
ইসলাম হিরুর সঞ্চালনায় ও মুন্সীগঞ্জ জেলা সুপার জায়েদুল আলম এর
সভাপতিত্বে মঙ্গলবার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর পুলিশ
প্লাজা চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আইজিপি
এ কে এম শহিদুল হক বিপি এম পিপি এম। শ্রীনগরে ৮ তলা ভবনের পুলিশ
প্লাজার ভিত্তি প্রস্তর স্থাপনের পাশা-পাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই
সাথে কুমিল্লা ও বগুড়ার পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধান
অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, জনগনের সাথে পুলিশের সেতু বন্ধন
গড়তে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডি আই জি
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পিপি এম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
সায়লা ফারজানা, এ্যাডিশনাল ডি আই জি (এস্টেট) ড. শোহেব রিয়াজ
আলম, অতিরিক্ত ডি আই জি (ফিন্যান্স ) এ কে এম শহিদুল আলম, অতিরিক্ত
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও
শ্রীনগর সার্কেল সাইফুল ইসলাম, সিনিয়র এ এস পি কাজী মাকসুদা
লিমা, এ এস পি (প্রবি) মোঃ জহিরুল ইসলাম, এ এস পি আসাদুজ্জামান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডি আই ও -১ নজরুল ইসলাম,
ওসি ডিবি ইউনুচ আলী, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস.এম
আলমগীর হোসেন, মুন্সীগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আলমগীর
হোসাইন, টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,
সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, লৌহজং থানা
অফিসার ইনচার্জ আনিচুর রহমান, গজারিয়া থানা অফিসার ইনচার্জ
হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মমিন আলী, উপজেলা আওয়ামী
লীগ সাধারন-সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং
ফোরামের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, আমরা মুক্তিযোদ্ধার
সন্তান কমান্ড এর জেলা আহ্বায়ক জালাল উদ্দিন রুমি রাজন, বাজার কমিটির
সভাপতি বিজয় চক্রবর্তীসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
উল্লেখ্য: প্রকল্পে ১.২৬ একর ভূমির উপর নির্মিত হবে ৮ তলা ভবন। ৪৭৪ টি
দোকান, ৫০ টি পার্কিং, ৬ টি লিফট, ৫টি ফ্লোরে শপিংমল, ১টি
ফুডকোর্ট, ২টি কমার্শিয়াল ফ্লোরে ২০টি অফিস স্পেস, মোট ভবনে
আয়তন ২,১২,৯৬৩ বর্গফুট হবে।