রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, আজ বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আর বঙ্গবন্ধুর রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন এ দেশ সোনারবাংলা হিসেবে গড়ে উঠবে। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ দেশের মানুষ কখনই জঙ্গীদের রেহাই দিবেনা, দেশের শান্তিপ্রিয় মানুষ অব্যশই জঙ্গীদের প্রতিহত করবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত করে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, চনপাড়া আওয়ামীলীগ নেতা বজলুর রহমান, বিউটি আক্তার কুট্রি, সেলিনা আক্তার রিতা, আমির হোসেন, চাঁন মিয়া, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, বাবুল বেপারী, নুরুল ইসলাম নান্নু, মাইনুদ্দিন খান, হযরত আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯টি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়।