বাসস,
দেশের নয়টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর মধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিনটি উপ-নির্বাচন), ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।
ছয়টি পৌরসভা হচ্ছে- পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, জামালপুরের বকশিগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল। এ ছাড়া নরসিংদীর মাধবদী, চুয়াডাঙা ও শেরপুর পৌরসভার একটি করে ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য ভোটগ্রহণ করা হবে।
ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। ওই নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।